‘ই-ভ্যালি এমএলএম নয়’

২৪ আগষ্ট, ২০২০ ২১:৪৩  
স্থানীয় ই-কমার্স বাজারকে বিদেশী প্রতিষ্ঠানের আগ্রাসন থেকে বেরিয়ে ব্র্যান্ড প্রতিষ্ঠায় চেষ্টা করছে ই-ভ্যালি। অভিনব বিক্রয় পদ্ধতিতে এই ব্র্যান্ড প্রতিষ্ঠা করেই দেশের ই-কমার্সে ৭০০ জনের একটি বড় টিম গড়ে তুলেছে। ক্রেডিট লাইন সুবিধা নিয়ে মুনাফা করছে। ইনভেন্টরি ইনভেস্টমেন্ট কৌশল কাজে লাগিয়ে দেশের অর্থনীতিতে অবদান রাখছে। তাই এটি মোটেই ফাঁদ নয়। সোমবার রাতে ফেসবুক লাইভে এমনটাই দাবি করেছেন ই-ভ্যালির সিইও মোহাম্মাদ রাসেল। অস্বাভাবিক ‘ক্যাশব্যাক’ অফার দিয়ে ব্যবসা করার অভিযোগ বিষয়ে এসব কথা তুলে ধরেন তিনি। স্টার্টআপ প্রতিষ্ঠান থেকে বাড়ন্ত হওয়ার পথে প্রতিদিনই তারা তাদের সীমাদ্ধতা ও ভুলগুলো শুধরে নিয়ে প্রতিনিয়ত শিখছেন বলেও জানান একসময়ের এই‘ম্যাথমেজিশিয়ান’। তিনি বলেন, আমরা এমএলএম প্রতিষ্ঠান নয়। নতুন একটি ব্যবসায় ধারণা তৈরি করেছি।